Profile picture for user sadman khan prottoy
Bangladesh

ব্লাড গ্রুপিং

আমি লক্ষ্য করেছি অনেক মানুষই নিজের রক্তের গ্রুপ জানেন না। জরুরি অবস্থায় এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই বিষয়টি আমাকে অনুপ্রাণিত করেছে যাতে আমি মানুষকে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানাতে সাহায্য করি। স্কাউটের সেবার মানসিকতা ও মানুষের উপকারে আসার ইচ্ছাই আমার এই প্রজেক্ট করার সবচেয়ে বড় প্রেরণা।
আমাদের প্রজেক্টটি নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আমরা সেখানে একটি হেল্প ডেস্ক বসাই এবং শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিই। প্রতিটি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে অংশ নেয় এবং টেস্ট শেষে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব ও জরুরি মুহূর্তে প্রস্তুত থাকার বিষয়ে সচেতন করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানতে পারে এবং মানবসেবার প্রতি আগ্রহী হয়ে ওঠে।
এই প্রজেক্ট থেকে আমি শিখেছি ছোট একটি উদ্যোগও সমাজে বড় প্রভাব ফেলতে পারে। রক্তের গ্রুপ জানা জরুরি এবং সচেতনতা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। টিমওয়ার্ক, পরিকল্পনা এবং দায়িত্ববোধের গুরুত্ব বুঝতে পেরেছি। এছাড়া সমাজসেবা করার স্কাউটের মূল শিক্ষা বাস্তবে প্রয়োগ করার সুযোগ পেয়েছি।
Started Ended
Number of participants
3
Service hours
18
Beneficiaries
800
Location
Bangladesh
Topics
Youth Programme
Health lifestyles
Better Choice

Share via

Share