Profile picture for user expert.almahfuz
Bangladesh

অসহায়দের সেবায় আমরা সার্বক্ষণিক নিয়োজিত।

আমাদের আশেপাশে অনেক মানুষ দরিদ্রতা আর কষ্টে জীবন কাটাচ্ছে। অনেকে যথেষ্ট পোশাকের অভাবে সমস্যায় ভোগে। এসব দেখে আমাদের মনে গভীরভাবে দুঃখ জাগে এবং স্কাউটসের মূল শিক্ষা হলো সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। এই শিক্ষাই আমাদের অনুপ্রাণিত করেছে।
আমরা কয়েকজন রোভার স্কাউট একসাথে বসে পরিকল্পনা করি। প্রথমে নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করি এবং সামান্য সহযোগিতা পাই শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও। সংগ্রহ করা টাকায় দরকারি বস্ত্র ক্রয় করি এবং রাস্তায় অসহায় লোকজনের মাঝে বিতরণ করে।
আমরা শিখেছি, ছোট উদ্যোগও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। টিমওয়ার্ক ও সহযোগিতার মাধ্যমে কাজ করা অনেক সহজ এবং আনন্দদায়ক। অসহায় মানুষের হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। পরিকল্পনা করে কাজ করলে অল্প সম্পদ দিয়েও অনেক কিছু করা যায়। মানবসেবার মাধ্যমে স্কাউটসের আসল চেতনাকে অনুভব করেছি, দায়িত্ববোধ ও সহানুভূতি আমাদের আরও গভীর হয়েছে। আমরা বুঝেছি, সেবা শুধু উপহার দেওয়া নয়, মানুষের পাশে দাঁড়ানোও।
Number of participants
5
Service hours
10
Beneficiaries
10
Location
Bangladesh
Topics
Youth Engagement
Humanitarian action
Good Governance

Share via

Share