আগুন নিয়ন্ত্রন
২৩ নভেম্বর, সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে সাততলা বস্তির তিনশতটির বেশি ঘর। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকার্যে সহযোগিতা করেন বাংলাদেশ স্কাউটস-এর অন্যান্য রোভারদের সাথে দিগন্ত স্কাউট গ্রুপের রোভারগণ।