
উত্তরা বিমান দুর্ঘটনায় এক স্কাউটের সহায়তা"
উত্তরা বিমান দুর্ঘটনার খবর শোনার পর আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রথমে আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করি এবং আশেপাশের মানুষদের সঙ্গে যোগাযোগ করি যাতে সঠিকভাবে সাহায্য পৌঁছানো যায়। আমি স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজে অংশগ্রহণ করি। কারো জরুরি চিকিৎসা প্রয়োজন হলে আমি নিকটস্থ হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করি। সেই সঙ্গে আমি উপস্থিত মানুষদের শান্ত ও নিয়ন্ত্রিত থাকতে উদ্বুদ্ধ করি যাতে বিশৃঙ্খলা না ঘটে।
Location
Topics
Culture and heritage
Humanitarian action
Peacebuilding
Peacebuilding
SDGS