Profile picture for user noyon898
Bangladesh

শোলাকিয়া ঈদগাহে স্কাউটদের সেবায়

প্রতি বছর শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। লাখো মানুষের ভিড়, হাজারো মানুষের হাঁটা, প্রার্থনার ছায়ায় ঢেকে যায় পুরো কিশোরগঞ্জ। আর এই বিশাল ব্যবস্থাপনার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আমরা—স্কাউটরা। ২০২৫ সালের ঈদের দিন। সূর্য উঠতে না উঠতেই আমরা পৌঁছে যাই মাঠে। গায়ে ইউনিফর্ম, হাতে ট্রাফিক ফ্ল্যাগ, মুখে বিনয়ের হাসি। দায়িত্ব ছিল অনেক—ভিড় নিয়ন্ত্রণ, পথ নির্দেশনা, পানির ব্যবস্থা, স্বাস্থ্য সহায়তা, আর হারিয়ে যাওয়া শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। মাঠজুড়ে হাজারো মানুষের পদচারণায় এক মুহূর্তের জন্যও বিশ্রাম ছিল না আমাদের। কেউ কেউ দৌড়ে পানি এনে দিচ্ছে বয়স্ক হুজুরকে, কেউ আবার এক মায়ের হারিয়ে যাওয়া ছোট ছেলেকে খুঁজে এনে দিচ্ছে কোলে। পুলিশ ও প্রশাসনের পাশে দাঁড়িয়ে আমরা নিজেরা শৃঙ্খলার অংশ হয়ে উঠেছিলাম। সবচেয়ে মনে পড়ে—এক বৃদ্ধ চাচা চোখ ভিজিয়ে বলেছিলেন, "বাবারে, তোরা না থাকলে ঈদের নামাজে আসাই কঠিন হইয়া যাইতো। তোরা আল্লাহর দোয়া পাও!" এই একটি বাক্যই আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার ছিল। ঈদের জামাত শেষ হবার পরও আমরা মাঠে থেকে সাহায্য করেছি, বিদায়ের সময় পথ দেখিয়ে দিয়েছি, যেখানে যা দরকার, সেখানে ছিলাম নিরবে-নিভৃতে। কারণ আমরা স্কাউট—নীরবে কাজ করা, সেবায় এগিয়ে আসা, আর দেশের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের শপথ।
Location
Topics
Better Choice
Sexual and reproductive health
Responsible consumption

Share via

Share