Profile picture for user noyon898
Bangladesh

স্কাউটিং-এর পথে ১১ জুলাইয়ের স্মৃতি"

🟢 নিয়মিত স্কাউট প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং – শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ প্রতিটি শুক্রবারের মতো ১১ জুলাই ২০২৫ তারিখেও আমাদের স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং। সকালের নরম রোদ আর সবার মুখে টুকটুকে হাসি—মিটিং যেন শুধু কাজের নয়, এক আনন্দঘন বন্ধন। প্রথমেই শুরু হয় কোর্ট অব হোনার ও উপস্থিতি যাচাই। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং প্রতিজ্ঞা পাঠে আমরা সকলে একসঙ্গে দৃঢ় সংকল্পে বলি — "সদা প্রস্তুত"। 🧭 প্যাক ইউনিটে ছোট ভাই-বোনেরা খেলাধুলা, মৌলিক স্কাউট শিক্ষা ও গান চর্চায় মেতে ওঠে। 🛶 ট্রুপ ইউনিটে ছিল প্যাট্রল ভিত্তিক চর্চা, করমচা নট শেখা ও ছোট একটি আলোচনা সভা। 🔥 ক্রু ইউনিটে গুরুত্ব পায় নেতৃত্ব, কার্যপরিকল্পনা ও পরবর্তী সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা। সবশেষে আমরা সবাই একত্রিত হয়ে করি স্কাউট চেন, ভাগাভাগি করি অনুভব, শিখি নতুন কিছু এবং প্রতিজ্ঞা করি—নিজেকে ও সমাজকে আরও ভালো করার। এই নিয়মিত মিটিং আমাদের শুধু স্কাউট বানায় না, মানুষ হিসেবে গড়ে তোলে—নম্র, সচেতন ও দায়িত্বশীল।
Location
Topics
Better Choice
Entrepreneurship
Growth

Share via

Share