“সাপ্তাহিক 'ক্রু - মিটিং“

⚜️ স্কাউট সকলের বন্ধু ⚜️ আজ ২৭ জুন (শুক্রবার) ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক 'ক্রু - মিটিং’ অনুষ্ঠিত হয়। যেখানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ ও গার্ল - ইন রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন স্তরের রোভারগণ উপস্থিত ছিলেন । উক্ত ক্রু - মিটিংয়ে রোভারদের স্কাউট আন্দোলনের মূলনীতি, আদর্শ, প্রতিজ্ঞা, প্রার্থনা সংগীত ও স্কাউট আইন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। পাশাপাশি, রোভার স্কাউটের মূল স্লোগান “সেবা”—এই মহান চেতনার তাৎপর্য তুলে ধরা হয় এবং এটি প্রাত্যহিক জীবনে কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে দিক- নির্দেশনাও দেওয়া হয়। উল্লেখ্য, সাপ্তাহিক 'ক্রু - মিটিং' - এ উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের আর. এস. এল ও গ্রুপ সম্পাদক মোঃ আমজাদ হোসেন স্যার, ইউনিট কাউন্সিলের সদস্যবৃন্দ, এবং বিভিন্ন স্তরের রোভারগণ । তাঁদের সক্রিয় অংশগ্রহণে পুরো কার্যক্রমটি প্রাণবন্ত ও শিক্ষণীয় হয়ে ওঠে।
Location
Topics
Youth Engagement
Youth Programme
Peacebuilding

Share via

Share