
সাপ্তাহিক ক্র-মিটিং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ। ১১ সেপ্টেম্বর ২০২৫
"মানব সেবায় রোভারিং"
আজ ১১ সেপ্টেম্বর,২০২৫ রোজ বৃহস্পতিবার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রু-মিটিং এ সম্মানিত আর এস এল মহোদয় রোভারদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রাথমিক প্রতিবিধান ( jaw bandage & Skull bandage ) ও দঁড়ির কাজ ( গুড়ি টানা ,ও তাবু ) ব্যবহারিক ভাবে শেখানো হয়।
Location
Topics
Interpersonal skills
Health lifestyles
Communications and Scouting Profile
SDGS