Profile picture for user noyon898
Bangladesh

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান: একটি স্কাউটের দায়িত্ববোধের গল্প স্কাউট হওয়া মানে শুধু ইউনিফর্ম পরা নয়—এটা এক ধরনের দায়িত্ব, একটা অঙ্গীকার; সমাজ ও পরিবেশের প্রতি যত্নশীল থাকার প্রতিশ্রুতি। ২০২৫ সালের এক সকালে, আমাদের শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে। গন্তব্য ছিল কমলাপুর রেলস্টেশন—ঢাকার প্রাণকেন্দ্রে প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণা যেখানে, ঠিক সেখানেই আমরা শুরু করেছিলাম আমাদের "পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান"। আমাদের দলটি ভাগ হয়ে যায় কয়েকটি দলে। কেউ প্লাস্টিকের বোতল কুড়িয়ে নিচ্ছে, কেউ ময়লার ঝুড়ি ধরে আছে, আর কেউ আবার আশেপাশে থাকা মানুষদের সচেতন করে চলেছে। পোস্টার, ব্যানার আর মাইকের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিয়েছিলাম। প্রথমে অনেকে অবাক হয়ে তাকালেও, ধীরে ধীরে স্থানীয় দোকানদার, রিকশাওয়ালা ভাই, এমনকি পথচারীরাও এসে হাত লাগাতে শুরু করলো। যেন আমাদের ছোট্ট প্রচেষ্টা এক বিশাল আন্দোলনে পরিণত হলো। এই অভিযানের শেষে আমরা বুঝেছিলাম—সচেতনতা ছড়াতে গেলে আগে নিজেকেই উদ্যোগ নিতে হয়। আর স্কাউট হিসেবে আমরা শুধু সেবার সুযোগ পাই না, বরং অন্যদেরকেও উৎসাহিত করার দায়িত্ব আমাদের কাঁধে থাকে। আজও চোখ বন্ধ করলে দেখি, আমার হাতে ঝাড়ু, গায়ে স্কার্ফ আর বুকভরা গর্ব—কারণ আমি স্কাউট, আমি দায়িত্বশীল।
Location
Topics
Better Choice
Diversity and inclusion
Good Governance

Share via

Share