
Distribution of juice
০১/০৫/২০২৫
আন্তর্জাতিক শ্রমিক দিবস👨🏻🔧
দেশে এবং বিদেশে অসংখ্য শ্রমিক তাদের গায়ের ঘাম জড়িয়ে দেশের অর্থনীতিকে মজবুত করছে।
তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
যারা এই গ্রীস্মের প্রচন্ড রোদে ক্লান্ত পরিশ্রান্ত হয়েও আমাদের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থাকে সুগম করেছেন তাদের জন্য আন্তর্জাতিক শ্রমিক দিবসের কার্যক্রমের অংশ হিসাবে শরবত বিতরণ কর্মসূচি পরিচালনা করেন প্যাডিংটন ওপেন স্কাউট গ্রুপের কাউট এবং রোভাররা। প্যাডিংটন ওপেন স্কাউট গ্রুপ