Profile picture for user rover_saifur
Bangladesh

Quality Education

যেসকল শিশুরা ভিক্ষাবৃত্তি করত, বেশকিছু এলাকায় এরকম নজরে আশার পর, এই শিশুদের এখন স্কুলে থাকার কথা ছিলো কিন্তু তারা করছে ভিক্ষাবৃত্তি। পড়াশোনা করলে এই শিশুগুলোকে অন্য পথে খুব সহজেই আনা যাবে। এবং তাদের মধ্য সভ্যতা গড়ে তোলা যাবে। কারন আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ

নিজেদের টিফিনের টাকা জমিয়ে আমরা কিছু রোভার সমাজের এরকম অসহায় শিশুদের জন্য শিক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। প্রাথমিক অবস্থায় খাতা কলম এর ব্যবস্থা করে আমরা তাদের কে সাহায্য করি। সিদ্ধান্ত নেই আমাদের হাত খরচের টাকা থেকে কিছু টাকা এই শিশুদের পড়াশোনা তে ব্যয় করব।

আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ। এই শিশুদের কোয়ালিটি এডুকেশন এর খুবি প্রয়োজন, অনেকেই খাতা কলম কেনার টাকা পায়না, পড়াশোনার সুযোগ পায়না৷ তাদের জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। যার যার অবস্থান থেকে , এতে কোন প্রকার বাধার সম্মুখীন হতে হয়নি সকল রোভার কাজটি খুব উৎসাহের সাথে করেছেন

Started Ended
Number of participants
1
Service hours
12
Beneficiaries
45
Location
Bangladesh
Topics
Better Choice
Inner peace and spirituality
Peacebuilding

Share via

Share