ফেনীতে ভয়াবহ বন্যায় ঘর পুনর্বাসন প্রকল্প ০১
ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের আমিরাবাদ ইউনিয়নের দাশ পাড়ার বাসিন্দা টুনটুনি রানী দাশের বাড়িটি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে।এই কঠিন পরিস্থিতিতে ফেনীর সোনাগাজীতে আমরা উপহার সামগ্রী নিয়ে এসে, সার্ভে করার পরে তাঁর বাড়িটি দেখে পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছি। সেই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত ল্যাট্রিনটিও ঠিক করা হবে।
আমরা উপহার সামগ্রী নিয়ে এসে, সার্ভে করার পরে তাঁর বাড়িটি দেখে পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছি। বাজার থেকে ঘরের মাপ অনুযায়ী সকল জিনিস ক্রয় করে , ঘর করার মিস্ত্রি দিয়ে আমরা এই কাজ সম্পূর্ণ করি । সেই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত ল্যাট্রিনটিও ঠিক করা হবে। ঘরটির কাঠামো দাঁড় করানো হয়েছে এবং টিন লাগানোর কাজ শেষ পর্যায়ে ঘর করার মিস্ত্রীর মাধ্যমে ৷
এই প্রকল্প থেকে আমি উপলব্ধি করেছি যে সেবার প্রকৃত মানে হলো, সবচেয়ে বিপদগ্রস্ত সময়ে মানুষের পাশে থাকা। যখন সেই অসহায় মানুষগুলোর মুখে স্বস্তি ও আশার ঝলক দেখতে পেয়েছি, তখনই মনে হয়েছে আমার সেবার প্রচেষ্টা সার্থক হয়েছে।