Profile picture for user uk ujjal chandra
Bangladesh

প্লাস্টিক পরিষ্কার করন এবং সচেতনতা মূলক অভিযান

পরিবেশ পরিষ্কার না হলে আমাদের জীবন হুমকির মুখে পড়বে। বৈশাখী মেলায় প্রচুর মানুষ আসে। অনেকেই পরিবেশ সচেতন নন, তাই তারা যেখানেই যান সেখানেই আবর্জনা ফেলে যান। এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা এই ময়লা কিছুটা পরিষ্কার করে মানুষকে সচেতন করার চেষ্টা করি।
আমরা যশোরের টাউন হল মাঠের বৈশাখী মেলায় কিছু বস্তা নিয়ে গিয়ে ফেলে আসা প্লাস্টিকের গ্লাস ও পলিথিন তুলে নিলাম। আমরা অন্যান্য লোকদেরও এই প্লাস্টিকগুলি নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য অনুরোধ করি। তারপর প্লাস্টিক বর্জ্য পৌরসভার নির্ধারিত স্থানে ফেলি
প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এই প্লাস্টিক ড্রেনেজ ব্লক করে। এছাড়াও, এটি মাটিতে ভালভাবে শোষণ করে না। ফলে মাটি তার উর্বরতা হারায়। পরিবেশকে একটু ভালো ও দূষণমুক্ত রাখার চেষ্টা করেছি।
Number of participants
3
Service hours
3
Beneficiaries
5000
Location
Bangladesh
Topics
Clean Energy
Healthy Planet
Humanitarian action

Share via

Share