
International Mother Language Day-2020
২১শে ফ্রেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস.যা ১৯৫২ সালের এই দিনে একটি মাতৃভাষাকে রক্ষার দাবিতে ঢাকার রাজ পথে আপামোর জনতা ঝাপিয়ে পড়ে.আর এই মিছিলে পাকিস্তানি বাহিনী হামলা,পাকিস্তানি বাহিনীর গুলিতে,অনে ছাএ,কৃষক,শ্রমিক,সাধারন মানুষ নিহত হন,আর এই দিনটিকে শরন করে,সমগ্র বিশ্বের মানুষ এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকে।