তীব্র গরমে মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ ।
এই তীব্র গরমে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, তীব্র তাপদাহ হতে খানিকটা স্বস্তির লক্ষ্যে পথচারী,রিকশা ,অটো রিকশা ,ও বাস চালকদের  মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার  পানি ও স্যালাইন  বিতরণ করেন লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ।