তিব্র গরমে কুকুরদের জন্যে পানির ব্যাবস্থা

অসহনীয় তাপমাত্রায় রাস্তায় থাকা কুকুরাও অতিষ্ঠ হয়ে পড়েছে। রোদের খরতাপে পাখিদেরও বেড়েছে অস্বস্তি। স্বস্তির জন্য তাদেরও প্রয়োজন পানির। তাই কুকুর এবং পাখিদের পানি খাওয়ার জন্য বোতল কেটে রাস্তার পাশে পিলার এর সাথে বেঁধে তার মধ্যে পানি দেন এবং তার পাশে লিখে দেন কুকুকরে পানি দিন। এই কাজটি করেন লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ।
Location
Topics
Civic engagement
Growth
Youth Engagement

Share via

Share