Profile picture for user sifat ahmed
Bangladesh

৬৭ তম জোটা ও ২৮ তম জোটি ক্যাম্পেইন-২০২৪

জোটা জোটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা স্কাউটদের মধ্যে সংযোগ স্থাপন করার লক্ষ্যে এই জাম্বুরি আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের স্কাউটরা যেন ঘরে বসে বিশ্বের অন্য প্রান্তের স্কাউটদের সাথে ইন্টারনেটের মাধ্যমে সহজে যোগাযোগ স্থাপন করতে পারে, তার জন্যই জাম্বুরি অন দি এয়ার জাম্বুরি অন দি ইন্টারনেট এর আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্কাউটস গাজীপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ৬৭ তম জাম্বুরি অন দি এয়ার এবং ২৮ তম জাম্বুরি অন দি ইন্টারনেট ক্যাম্পেইন। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রসেসর এম.এ বারী সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হন প্রফেসর মাসুদা সিকদার কমিশনার, বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আব্দুস সালাম এ.এল.টি সম্পাদক, বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন এ.এল.টি কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব এডভোকেট আনোয়ার হোসেনে উডব্যাজার যুগ্ম-সম্পাদক বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার ও বিভিন্ন ইউনিট থেকে আগত রোভার ইউনিট লিডারগণ এবং জেলা স্কাউটের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। যার মধ্যে আমি সফলভাবে অংশগ্রহণ করি।
Topics
Youth Engagement
Youth Programme
Communications and Scouting Profile

Share via

Share