সমতট মুক্ত স্কাউট গ্রুপের 'দীক্ষা গ্রহন' অনুষ্ঠান ২০২১
করোনা চলাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২২ শে জানুয়ারী ২০২১ইং রোজ শুক্রবার,ধানমন্ডি 'ল' কলেজ মাঠ প্রাঙ্গনে সমতট মুক্ত স্কাউট গ্রুপের 'দীক্ষা গ্রহন' অনুষ্ঠিত হয়।উক্ত 'দীক্ষা গ্রহন' অনুষ্ঠানের মাধ্যমে আমি সহ আরো ৪৯ জন দীক্ষা গ্রহন করি এবং এর মাধ্যমেই আমি একজন রোভার স্কাউট হিসেবে পদার্পন করি।এটি ছিলো আমার জীবনের ভিন্ন এক অভিজ্ঞতা কেননা এর আগে আমি স্কাউটিং করিনি,রোভার হয়েই আমি যাত্রা শুরু করি।