স্কাউট ওন
বগুড়া জেলা রোভার এর আয়োজনে স্কাউট ওন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভার এর আয়োজনে ২৯/০৪/২১ তারিখ সকাল ১১.২০ থেকে ১.০০ টা পর্যন্ত স্কাউট ওন তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালনা করা হয়।
উক্ত সেশনটিতে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এমদাদুল হক
সম্পাদক, বগুড়া জেলা রোভার। জনাব মো আরিফুল ইসলাম যুগ্ন সম্পাদক, জনাব নূরউদ্দিন মুহাম্মদ আলমগীর, ডিআরএসএল, মো শফিকুল ইসলাম আরএসএল,মো মোখছেদ আলী, আরএসএল স্যার সহ বিভিন্ন কলেজ এর সিনিয়র রোভারমেট, রোভারমেট, রোভার ও গার্ল ইন রোভার