Profile picture for user 1hasan
Bangladesh

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৪

বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে,বাংলাদেশের ছাত্র সমাজ ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছে।তাদের রাস্তায় চলাচলকারী মানুষেরা প্রচুর পরিমাণে প্যাকেটজাত খাবার ও পানি দিয়ে যাচ্ছে। কাজের ব্যস্ততায় তারা তা খেতে পারলেও ময়লা ফেলানোর জায়গার অভাবে তারা যেখানে সেখানে ময়লা ফেলে রাখছিল। তারই ধারাবাহিকতায় এই অভিযান। এছাড়াও, আমি যখন দেখি যে আমার কাজের ফলে আমার পরিবেশ পরিষ্কার হচ্ছে, তখন আমি অনেক সন্তুষ্টি অনুভব করি।

প্রজেক্টের নামঃ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান-২০২৪ সময়সূচি: প্রস্তুতি পর্যায়: ৭.৮.২০২৪ থেকে ৮.৮.২০২৪ পর্যন্ত অভিযানের দিন: ৯.৮.২০২৪ অংশগ্রহণকারী: বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কাউট গ্রুপের সকল সদস্য ও গ্রুপ স্কাউট লিডার।

সার্বিকভাবে, পরিচ্ছন্নতা অভিযান-২০২৪ একটি অত্যন্ত সফল অভিযান ছিল। এই অভিযানের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে, সামান্য প্রচেষ্টায় আমরা আমাদের পরিবেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে পারি। এই অভিযান আমাদেরকে আরও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলেছে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেছে।

Number of participants
12
Service hours
2
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Healthy Planet
Nature and Biodiversity

Share via

Share