প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ চ্যাম্পিয়ন পর্যায় ধাপ:সমাজ সেবা
"প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ"
চ্যাম্পিয়ন পর্যায়
ধাপ: সমাজ সেবা
★★নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে উৎসাহ প্রদান ও বাস্তবায়ন করা।
★★ প্রতিষ্ঠান /সংস্থা /দোকান/ব্যক্তি পযার্য়ে প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা এবং সেই লক্ষ্যে প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করা।
**সমাজ উন্নয়ন
★★ নদীর পাড়/ খাল-বিল/ড্রেন/ পুকুর পাড়ে গিয়ে প্লাস্টিকের অপসারণ করা ।
★★ স্থানীয় বাজারে জনসচেতনতামূলক কাজ সম্পূর্ণ করা এবং বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক পণ্যের ক্ষতি কর দিক তুলে ধরা ও প্লাস্টিক পুনঃব্যবহারে উৎসাহ প্রদান করা।
আসুন সবাই মিলে
" প্লাস্টিক পণ্য বর্জন করি
নিজ নিজ এলাকা পরিষ্কার -পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখি"
নাম: রেজাউল করিম আবু নাঈম
প্রেসিডেন্টস স্কাউট।
ইউনিট:-স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ,ময়মনসিংহ।
মেইল:-rezaulkarimnayiem@gmail.com
BSID NO:AO7535
#PTTCB
#PTTCBadge BDscout.
#Mymensingh_District-Rover.
#Bangladesh scouts.