
প্লাস্টিক মুক্ত দেশ গড়ি, পরিবেশ রক্ষা করি
আমাদের এই পৃথিবীতে বর্তামানে খুবই একটি বাজে প্রাভাবের প্রধান কারণ হলো প্লাস্টিক। এই প্লাস্টিক খুব সহজে পঁচে ও না। যার ফলে প্লাস্টিক আমাদের মাটির খুব ক্ষতি করে।এবং জমির উব্ররতা কমায় যার ফলে আমাদের পরিবেশে অনেক ক্ষতি হয় ও পরিবেশের ভারসাম্যে খুবই ক্ষতি করে।
আমি গত ১২ ও ১৩ নভেম্বর আমাদের বাড়ির আশেপাশের আঙ্গিনায় পুরানো জমে থাকা বজ্র প্লাস্টিক কুড়িয়ে একত্রে করি।আমাদের এই পৃথিবী তে বর্তমানে প্লাস্টিকের খুবই বাজে প্রভাব রয়েছে। তাই আমি সেই প্লাস্টিক গুলো কুড়িয়ে একত্রে করি। এবং কিছু কিছু প্লাস্টিকের প্রডাক্ত দিয়ে আমি গাছের টব বানায়।
এই প্রজেক্ত থেকে আমি অনেক কিছু শিখেছি।অনেক শিক্ষা পেয়েছি আমাদের সকলের দরকার এই প্লাস্টিক কে নষ্ট করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে