মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী ও ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভার এর বিভিন্ন কার্যক্রম
মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী ও ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভার এর বিভিন্ন কার্যক্রম পালিত হয়,
তন্মধ্যে :
১. গোর-এ-শহীদ বড়ময়দান দিনাজপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে শৃংখলার দায়িত্বপালন।
২. মার্চপাস্ট ও
৩. সাইকেল রেলির আয়োজন করা হয়।
উক্ত সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভার এর সভাপতি ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি এবং আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের সম্পাদক মোঃ জহুরুল হক কমিশনার, সহকারী কমিশনার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত স্কাউট, গার্ল ইন স্কাউট, রোভার স্কাউট, গার্ল ইন রোভার স্কাউটেরা।
শৃংখলার দায়িত্বে ছিল প্রায় ৫০ জন স্কাউট ও রোভার স্কাউট।
সাইকেল রেলি তে প্রায় ৫০জন স্কাউট ও রোভার স্কাউটেরা অংশগ্রহণ করে। উক্ত রেলি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান থেকে আরম্ভ করে শহরের লিলি মোড়, মডার্ন মোড় অতিক্রম করে দিনাজপুর সরকারি কলেজ দিয়ে দিনাজপুর কেন্দ্রীয় টার্মিনাল হয়ে পুনরায় গোর-এ-শহীদ বড় ময়দানে রেলি সমাপ্ত হয়।
প্রায় ৩০ জন রোভার স্কাউট এর সমন্বয়ে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।
৪. দিনাজপুর জেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সেবা প্রদান করে দিনাজপুর জেলা রোভার এর সম্পাদক, সহকারী কমিশনার সহ মোট ৫৫ জন রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউটেরা।
উক্ত সমস্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে দিনাজপুরের প্রায় চারটি রোভার স্কাউট গ্রুপ কে দায়িত্ব অর্পণ করা হয়েছিল। পরিশেষে সকলের সমন্বয়ে সবগুলো অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।