ক্রু মিটিং (বিষয়ঃ অনুমান ও পর্যবেক্ষণ)
এই ক্রু মিটিংয়ে কিভাবে অনুমান এর সাহায্যে দূরত্ব ও উচ্চতা নির্ণয় করা যায় সে সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়া হয়েছে। যেমনঃ
বৃদ্ধাঙ্গুলি পদ্ধতি (TUMB METHOD): এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট অবস্থানে একটি নির্দিষ্ট লক্ষ্য বস্তু থেকে অন্য একটি লক্ষ্যবস্তুর দূরত্ব মাপা যায়।
জ্যামিতিক পদ্ধতি: এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে অনুমান করে একটি নদীর দূরত্ব খুব সহজে মাপা যায়।
ইঞ্চি টু ফুট পদ্ধতি (inch to foot method): এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে কোন বড় গাছ বা কোন একটি পিলারের উচ্চতা অতি সহজে মাপা যায়।