ক্রু মিটিং (বিষয়ঃ অনুমান ও পর্যবেক্ষণ)

ক্রু মিটিং (বিষয়ঃ অনুমান ও পর্যবেক্ষণ)

এই ক্রু মিটিংয়ে কিভাবে অনুমান এর সাহায্যে দূরত্ব ও উচ্চতা নির্ণয় করা যায় সে সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়া হয়েছে। যেমনঃ বৃদ্ধাঙ্গুলি পদ্ধতি (TUMB METHOD): এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট অবস্থানে একটি নির্দিষ্ট লক্ষ্য বস্তু থেকে অন্য একটি লক্ষ্যবস্তুর দূরত্ব মাপা যায়। জ্যামিতিক পদ্ধতি: এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে অনুমান করে একটি নদীর দূরত্ব খুব সহজে মাপা যায়। ইঞ্চি টু ফুট পদ্ধতি (inch to foot method): এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে কোন বড় গাছ বা কোন একটি পিলারের উচ্চতা অতি সহজে মাপা যায়।
Number of participants
28
Service hours
28
Topics
Youth Programme
Legacy BWF
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share