Children's Dayout
#প্রজেক্ট_ইযখির(#ProjectIZKHIR) এর আয়োজনে WOSM এর Better World Fremwork Initiative (MoP, SWA, Scout go Solar, Earth Tribe, Dailouge for Peace, He for She, Patrimonito) এবং UN এর SDGs সমন্বয়ে একদিনের চমৎকার একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের প্রজেক্ট সদস্যসহ অন্যান্য স্কাউট, নন স্কাউট (১৬-২৫ বছর) বয়সীদের ছেলে মেয়ে অংশগ্রহণ করে থাকে। এই প্রোগ্রামটিতে ছিল Idea Sharing এর অন্যতম সুযোগ। ২৫ ডিসেম্বর ২০২০ রোজ শুক্রবার খিলক্ষেত কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাওলার, ঢাকা তে সারাদিন ব্যাপী প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়ে থাকে। যার নাম করণ করা হয় "Children’s Dayout"। সারাবছর ব্যাপী প্রজেক্ট ইযখির সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। যার প্রেক্ষিতে উক্ত প্রোগ্রামে শিশুদের আনন্দ উৎসব, ছবি আঁকা প্রতিযোগিতা এবং বছর শেষ মূল্যায়ন হয়ে থাকে ।
#projectizkhir #Scouts4SDGs #BetterWorldFramework #BangladeshScouts #wosm #SDG4QualityEducation #প্রজেক্ট_ইযখির #HeforShe
#SWA #MessengersOfPeace #MoP
#Patrimonito #EarthTribe #ScoutgoSolar
#DailougeforPeace #APR #ChildrensOuting
#SDGs #SDG4 #SDG13