বি পি দিবস - ২০২১
স্বাস্থ্যবিধি মেনে, চট্টগ্রাম জেলা নৌ স্কাউটসের উদ্যোগে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল - এর ১৬৪ তম জন্মবার্ষিকী ( বিপি দিবস ) পালন করা হয়। দিনটি উদযাপনে বিপি আদর্শের স্মৃতিচারণ, কেক কাটা, স্কাউটদের জন্য উপস্থিত বক্তৃতা ও রোভারদের জন্য বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে স্কাউট ৭৮ জন, রোভার ২৫ জন ও লিডার ৫ জন সহ মোট ১০৮ জন উপস্থিত ছিলেন।