বগুড়া জেলা রোভারের ডে ক্যাম্প
বগুড়া জেলা রোভার কার্যালয়ে দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের বগুড়া সদর ও গাবতলী উপজেলার কলেজ পর্যায় প্রতিষ্ঠানের সিনিয়র রোভার মেট ও রোভার মেটদের ও রোভার সদস্য দের নিয়ে ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।উক্ত ডে-ক্যাম্পে সেশন পরিচালনা করেন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এলটি, স্কাউটার এমদাদুল হক , স্কাউটার হাসান আলী