Profile picture for user roversmm7@gmail.com
Bangladesh

অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

মানুষ মানুষের জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।দরিদ্র ও অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ ।তাই সকলের উচিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুনা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। হৃদয়ের মানবতাবোধকে জাগ্ৰত করে, সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
আমরা আমাদের প্রকল্পটি বাস্তবায়ন করেছিলাম আমাদের আর এস এল মহোদয়ের মাধ্যমে আমাদের কলেজের আশেপাশের এলাকায়। আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের অপ্রয়োজনীয় বস্ত্র সংগ্রহ করি এবং সেগুলোকে মানবতার দেওয়ালে দিই। অসহায় মানুষ নিঃসংঙ্ককচে এখান থেকে তাদের প্রয়োজনীয় বস্ত্র সংগ্রহ করে উপকৃত হয়।
প্রকল্পটির মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি ।আমরা আমাদের মানবতাবোধকে জাগ্ৰত করে নিজের সামান্য টুকু সাহায্য দিয়ে অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফুটাতে এবং তাদের পাশে দাঁড়াতে।
Started Ended
Number of participants
10
Service hours
24
Beneficiaries
150
Location
Bangladesh
Topics
Culture and heritage
Humanitarian action
Peacebuilding
Peacebuilding
Initiatives
Peace and Community Engagement

Share via

Share