৪র্থ নাটোর জেলা রোভার মেট কোর্স ৩য় দিন (পর্ব-২)
৪র্থ নাটোর জেলা রোভার মেট কোর্স এর ৩য় দিনের ২য় পর্বে আমাদের সবাইকে বলা হয় তাঁবু এর প্রোজেক্ট বানানোর জন্য এবং বনকলা সংগ্রহের জন্য।আমি আমার উপদলের সাথে উক্ত কাজ গুলো সম্পূর্ণ করি। এরপর আমাদের সবাইকে নিয়ে খেলা হয় সকল উপদল একসাথে দলগত খেলা এবং সন্ধ্যায় গান বাজনা হয়। সবশেষে স্যাররা আমাদের তাঁবু জলসা এর জন্য প্রস্তুতি নিতে বলে।