৪র্থ নাটোর জেলা রোভার মেট কোর্স ৩য় দিন ( পর্ব-১)
৪র্থ নাটোর জেলা রোভার মেট কোর্স এর ৩য় দিনের ১ম পর্বে সকালে আমরা সবাই বিপির পিটি করি তারপর ফ্রেস হয়ে খাবার খেয়ে সেশন রুম থেকে আমাদের মাঠে নিয়ে যাওয়া হয় এবং স্যাররা আমাদের ল্যাশিং শেখায় ও জ্যামিতিক মাপ শেখায়। যেমন-দূরত্ব নির্ণয়ে ছায়া পদ্ধতি।