৪১ তম কোর্স ফর রোভার মেট-২০২১
বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের পৃষ্টপোষকতায় গত ১৯-২২ ফেব্রুয়ারি, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে '৪১ ও ৪২ তম কোর্স ফর রোভার মেট-২০২১' অনুষ্ঠিত হয়।
সমতট মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ৪১ তম কোর্স ফর রোভার মেট-২০২১ অনুষ্ঠিত হয়। সমতট মুক্ত স্কাউট গ্রুপের ৫০ জন রোভার এবং গার্ল-ইন রোভার সাফল্যের সাথে অংশগ্রহণ করে। আমিও এই কোর্সে একজন প্রশিক্ষনার্থী ছিলাম।