Profile picture for user sifat ahmed
Bangladesh

"World Teacher's Day" 5-October-2023

৫ অক্টোবর ২০২৩ আজ বিশ্ব শিক্ষক দিবস। একজন মানুষের সফলতার পেছনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, তিনি ছাত্রকে জীবনে চলার পথে পরামর্শ দিয়ে থাকেন৷ ব্যর্থতার সময় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেন। শুধুমাত্র জীবনে সফল হওয়া নয়, কিভাবে একজন ভাল মানুষ হতে হয় সে শিক্ষা দেন প্রতিটি শিক্ষক। শিক্ষকতা হলো মহান এক পেশা।শিক্ষকরা হলেন একটি মোমবাতির মত যারা নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের পরেই সমাজের সবচেয়ে দায়িত্ববান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষকরা। শিক্ষক দিবসে বিশ্বের সকল শিক্ষকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা৷ ভালো থাকুক পৃথিবীর সকল শিক্ষক। কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ।
Topics
Humanitarian action
Good Governance
Inner peace and spirituality

Share via

Share