
তিনদিন ব্যাপী কোর্স ফর রোভার মেট প্রশিক্ষন
তিনদিন ব্যাপী রোভার মেট প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৯টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫০জন রোভার অংশগ্রহণ করেন। আজ শনিবার জেলা রোভারের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জাকিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে স্কাউটস ভবনে আয়োজিত প্রশিক্ষণে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার প্রশিক্ষণার্থীবৃন্দ স্ব স্ব ক্যাম্পাসে ফিরে যাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন সকালে বিপি পিটি, ফ্লাগ প্যারেড, জাতীয় সংগীত এবং শপথ পাঠের মাধ্যমে প্রতিদিনের সূচনা হয়।
Location
Topics
Communications and Scouting Profile
Health lifestyles
Leadership
SDGS