স্কাউটিং ও লেখা পড়ার মান বৃদ্ধিকরন সভা
করোনাকালিন সময়ের পরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এর মতো রোভার অঞ্চল কতৃক পরিচালিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রোভার পল্লী ডিগ্রি কলেজ সহ রোভার পল্লী হাই স্কুল এর অবস্থা ও বেশি ভালো ছিলো না। তখন রোভার অঞ্চল থেকে কর্মকর্তা রা উক্ত প্রতিষ্ঠান ভিজিটিং এ আসেন এবং শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন এর জন্য একটি সভা করে। এবং স্কাউটিং পূর্ণরায় চালু করনের লক্ষ্যে কিছু দিগ নির্দেশনা দিয়ে থাকে এবং নতুন স্কাউট সদস্য দের সাথে মতবিনিময় করেন। যা অই সময়ে রোভারদের কাজ করার আগ্রহকে আরো বৃদ্ধি করে এবং সচেতনতা মুলক কিছু নির্দেশনা দেন যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে