জোটা জোটি তে গাজীপুর
জোটা জোটি জাম্বুরি অন দ্যা ইয়ার, জাম্বুরি অন দ্যা ইন্টারনেট। জোটা জোটি একটি অনলাইন ভিত্তিক প্রোগ্রাম। যে সকল দেশে স্কাউটিং চালু আছে অই সকল দেশের বন্ধুদের সাথে অনলাইনে বন্ধুত্ব গরে তোলার একটি মাধ্যম হিসেবে কাজ করে। জোটা জোটি প্রোগ্রাম টি সারা বিশ্বে একই সময়ে চালু হয়ে থাকে। প্রতি বছর ২০-২২ অক্টোবর মাসে এই প্রোগ্রামটি হয়ে থাকে। গাজীপুর জেলা রোভার কতৃক আয়োজন এই প্রোগ্রাম টি বাহাদুরপুর রোভার পল্লী ডিগ্রি কলেজ এ গত ২০-২২ অক্টোবর ২০২৩ এ অনুষ্ঠিত হয়।
অনলাইন ভিত্তিক ও তিন দিন প্রোগ্রাম টি করার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উক্ত প্রোগ্রাম এর মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের রোভার দের সাথে একটি বন্ধুত্ব গড়ে উঠে। এবং বিভিন্ন চ্যালেঞ্জ এ অংশ গ্রহণের এর মাধ্যমে এই প্রোগ্রাম টি সম্পন্ন করতে সক্ষম হয়। প্রেফেসর আব্দুস সালাম , সম্পাদক গাজীপুর জেলা রোভার স্যার এর নেতৃত্বে প্রোগ্রাম টি বাস্তবায়ন করা হয়