Profile picture for user sifat ahmed
Bangladesh

বিপি দিবস উদযাপন- ২০২৪

গাজীপুর জেলা রোভার কর্তিক আয়োজিত স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। এলক্ষে ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউটিং এর প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৭ তম জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপিত হয়। দিবসটি বিশ্বে ব্যাডেন পাওয়েল বা বিপি দিবস নামে খ্যাত। উক্ত বিপি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কাউট ব্যাক্তিত্ব প্রফেসর এমএ বারী সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুস সালাম সিএএলটি সম্পাদক গাজীপুর জেলার রোভার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড.মোঃ আনোয়ার হোসেন যুগ্ম-সম্পাদক গাজীপুর জেলা রোভার। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিট থেকে আগত রোভার স্কাউট লিডারগণ বৃন্দ। বি.পি দিবস উদযাপন ২০২৪ উপলক্ষে র‍্যালী, আলোচনা অনুষ্ঠান, কেক কাটা,কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এর আয়োজন করা হয়েছিল।
Topics
Communications and Scouting Profile
Inner peace and spirituality
Peacebuilding

Share via

Share