Profile picture for user sifat ahmed
Bangladesh

ট্রাফিক সেবা কর্মসূচি- ২০২৩

আমার মা

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রাকে নির্বিজ্ঞ ও সড়ক পথকে যানজট মুক্ত রাখতে জেলা প্রশাসন,গাজিপুর এর উদ্ধগে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারদের তত্ত্বাবধানে বাংলাদেশ স্কাউটস,গাজিপুর জেলা রোভারের বিভিন্ন ইউনিটের রোভার সদস্যরা গাজিপুর জেলার টংগী গাজীপুর, ভোগরা বাইপাস, গাজীপুর চৌরাস্তা, রাজেন্দ্রপুর চৌরাস্তা, চন্দ্রা গাজীপুর এই গুরুত্বপুর্ন পাচঁ টি সড়ক পথ পয়েন্টে ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল ট্রাফিক নিয়ন্ত্রনে ট্রাফিক সেবা সেচ্ছাসেবা দিয়েছি আমরা কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ।

ট্রাফিক পুলিশ এর পাশাপাশি এই সেবা কার্যক্রম দেয়ার মাধ্যমে গাজিপুরে বসবাসরত মানুষ তাদের ইদ যাত্রা নির্বিজ্ঞ এবং সস্থিতে করতে পেরেছে বলে ধারণা করা হয়। এবং সড়ক পথে শিঙ্খলা ফিরে আসবে বলে ধারনা করা হয়। উক্ত সেবা কার্যক্রম করতে গিয়ে রোভার সদস্যরা নিরাপদে মানুষকে রাস্তা পারাপার,পথ হারানু মানুষ কে সঠিক পথ দেখিয়ে দেয়া রাস্তায় বিপদ গ্রস্ত মানুষকে নানা ভাবে সহায়তা করে, নির্বাহী ইত্যাদি ম্যাজিস্ট্রেট কে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা সহ আরো অন্যান্য কার্যক্রম সেবা পরিচালনা করে।

এই সেবা কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা, জন সচেতনতা বৃদ্ধি, সড়কে শিঙ্খলা প্রতিষ্ঠা, সড়কে আইন মেনেচলা সহ ইত্যাদি বিষয় শিক্ষা নেয়া বা সচেতনতা সৃষ্টি হয়।

Started Ended
Number of participants
25
Service hours
270
Beneficiaries
10000
Location
Bangladesh
Topics
Better Choice
Humanitarian action
Communications and Scouting Profile

Share via

Share