ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরন
আধুনিকতার যুগে দুর্ঘটনার খবর শুনেই আমাদের ঘুম ভাঙে। কিন্তু একটু সচেতনতা আর যুগোপযোগী মোটরযান আইনের যথার্থ বাস্তবায়নে বেঁচে যেতে পারে অনেক মূল্যবান প্রাণ। সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ, গাড়ির চালক ও মালিকের দায়বদ্ধতা সৃষ্টি করা সহ বিভিন্ন বিষয়ে মোটরযান আইনের বিভিন্ন বিধান থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ নেই। ট্রাফিক আইন সম্পর্কে গাড়ির চালকদের বেশির ভাগেরই তেমন কোনো ধারণা থাকে না। ফলে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
তাই আমরা অগ্রদূত মুক্ত স্কাউট দলের ২০ জন স্কাউট ও রোভার স্কাউট নিয়ে লক্ষনাবন্দ ইউনিয়নের চৌধুরীবাজারের ব্যস্ত রাস্তায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করি। আমরা বিভিন্ন গাড়ির চালকদের ট্রাফিক আইন সম্পর্কে ধারনা দেই ও সচেতনতার জন্য লিফলেট বিতরণ করি। তাছাড়া পথচারীদের ফুটপাত ব্যবহার করার জন্যও সচেতন করি।
আমরা এই প্রজেক্ট থেকে ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান অর্জন করি।