Profile picture for user didarul_hasan
Bangladesh

সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা।

🔹 আজও বিশ্বের কোটি মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভোগে। 🔹 পানিবাহিত রোগে মৃত্যুর হার দিন দিন বাড়ছে। 🔹 বাংলাদেশে আর্সেনিক ও দূষিত পানির ঝুঁকি অনেক এলাকায় উদ্বেগজনক। 📢 তাই এখনই সময় —  বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করা  হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা  পানি অপচয় বন্ধ করা সকলের জন্য পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা

“নিরাপদ পানি সবার অধিকার!” এক ফোঁটা বিশুদ্ধ পানি পারে হাজারো জীবন রক্ষা করতে। এসো, এসডিজি-৬ বাস্তবায়নে সচেতন হই – পানি অপচয় বন্ধ করি, বিশুদ্ধ পানি নিশ্চিত করি।

সকলের উচিত বিশুদ্ধ পানি পান করা। তাই আমাদের উচিত শিখে রাখা কিভাবে  পানি স্যানিটেশন করতে হয়। আর তা শিখানোর জন্যই রোভার স্কাউট রা পানি স্যানিটেশন এর উপকরণ নিয়ে সাধারণ মানুষের মাঝে ছুটে যায়। এবং পানি স্যানিটেশন কিভাবে করতে হয় তা শিখানোর জন্য। 

নিরাপদ পানি ও স্যানিটেশন আমাদের স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা ও সম্মানজনক জীবনযাপনের পাঠ শেখায়। আমরা ১০জন রোভার ও গার্ল ইন রোভার একটি গ্রামে যাই পানি স্যানিটেশন এর উপকরন নিয়ে। যেখানে রোভার রা  পানি স্যানিটেশন করন শিখাচ্ছেন। নিচের ছবি গুলো তে লক্ষ করলে দেখা যায়, যে কিভাবে রোভার রা পানি স্যানিটেশন করতে হয় তা দেখাচ্ছেন। 

Number of participants
10
Service hours
2
Beneficiaries
20
Location
Bangladesh
Topics
Health lifestyles
Healthy Planet
Growth
SDGS
Initiatives
Health and Wellbeing

Share via

Share