রাস্তায় খেটে-খাওয়া মানুষদের সরবত ও স্যালাইন বিতরণ
তীব্র তাপবাহর মধ্যেও মানুষ জীবিকার তাগিদে বাহিরে বের হচ্ছে। আমাদের এই সামান্য সেবায় যদি তাদের মুখে একটু হাসি ফুটে, সেটাই আমাদের উৎসাহ করে
বেশ কয়েকদিন ধরে তীব্র তাপবাহের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ। শ্রমজীবী মানুষেরা এই তীব্র রোদকে উপেক্ষা করে বাহিরে যাচ্ছে জীবিকার তাগিদে, আমাদের ইউনিট লিডারের নেতৃতে আমরা ঢাকার লালবাগ এলাকায় পথচারি, রিকশা চালক এবং জন সাধারণের মধ্যে ট্যং যুক্ত শর্বত ও স্যলাইন বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালনা করি।
এই কার্যক্রম থেকে আমরা শিখতে পেরেছি, যে পরিস্থিতি যেমনই হোক না কেনো জীবিকার তাগিদে সবাই সেই পরিস্থিতি মানিয়ে নেয়, আরো শিকতে পেরেছি আমাদের সামান্য অবদানে কিভাবে মানুষের মুখে হাসি ফুটাতে পারি।