
Plastic Reuse Initiative for Sustainable Future
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আমরা আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে শান্তি ও টেকসই সমাজ উন্নয়নের লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নেই। বর্তমান সময়ে প্লাস্টিকের ব্যবহার একটি বড় সমস্যা। তাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এই প্রজেক্টি শুরু করি । আমাদের এই ছোট ছোট উদ্যোগ সমাজে বড় প্রভাব ফেলবে বলে আমরা আশা করি। তাই বাংলাদেশ স্কাউটের act for peaceful world স্লোগান এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করি।
আমরা চাঁদপুর জেলার ৩০ জন স্কাউট এবং ৫ জন ইউনিট লিডার চাঁদপুর জেলার স্কাউট ভবনে প্লাস্টিকের পুনঃব্যবহার নিয়ে একটি মূলক কর্মসূচি আয়োজন করি। যেখানে আমরা প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কিভাবে প্লাস্টিকের পুনঃব্যবহার করা যায় তা সম্পর্কে ধারণা পাই। এবং নিজেদের মধ্যে এ নিয়ে নানান ধরেন প্রস্তাতাবনা দেই। পরবর্তীতে দুইজন করে স্কাউটের একটি দল বিভক্ত হয়ে প্লাস্টিকের মাধ্যমে আমরা ফুলের টব তৈরি করি এবং তার মধ্যে চারা রোপন করি। এবং আমাদের জেলা স্কাউট ভবনে একটি ছাদবাগান তৈরি করি।
এ প্রজেক্ট থেকে আমরা শিখেছি প্লাস্টিকের পুনঃব্যবহার শুধু পরিবেশ রক্ষা নয় বরং সৃজনশীলতা প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম। আমরা ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের সমাজকে একটি টেকসই সমাজে পরিনত করবে পারব৷