পুষ্টি স্যালাইন তৈরীকরণ
স্যালাইন খুবই জরুরী একটি জিনিস । প্রাথমিক ভাবে সকলকে এটি বাননো জানতে পারা দরকার । এই জন্য আমরা একটি গ্রামে গিয়ে স্যালাইন বানানো শেখানোর চেষ্টা করি ।
আমি এবং আমার দল প্রথমত আমরা নিজেরা স্যালাইন তৈরি শিখি এবং অভাবে ভুগে এমন কিছু এলাকা খুজে সেখানকার মানুষদের নিয়ে আলোচনা করি এবং তাদেরকে এর গুনাগুন তৈরি করার প্রক্রিয়া সঠিকভাবে শেখাই। তাদেরকে প্রথমে দেখাই এবং তাদের কাছ থেকে পরবর্তীতে তা দেখে নেই।
দলবদ্ধ হয়ে কাজ করলে খুব সহজে যেকোনো প্রকল্প বাস্তবায়ন করা যায়। সঠিক নেতৃত্ব দেওয়ার মাধ্যমে কাজ গুলো অতি দ্রুত করা সম্ভব।