পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান'২৩
পরিচ্ছন্নতা আমাদের শক্তি। অপরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন সময় আমাদের ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। ডেঙ্গু এর বড় একটি উদাহরন। এসব রোগ জীবানু থেকে রক্ষা পেতে আমরা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করি।
এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইনস্টিটিউটের ক্যাম্পাসের বিভিন্ন স্থান সনাক্ত করি, যেসব জায়গায় ময়লা আবর্জনা থাকে, এডিস মশা ডিম পারতে পারে সেগুলো চিহ্নিত করি। আমার এই প্রকল্পে আমার সাথে ১০ জন রোভার ছিল, যারা আমাকে সাহায্য করেন।
নির্ধারিত দিনে আমরা সকলেই একত্রিত হই। আমি এবং রোভারেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজটি সম্পন্ন করতে থাকি। ১০ জন রোভার ও আমি ক্যাম্পাসের ময়লা আবর্জনা , পুকুরে জমে থাকা আবর্জনা আমরা পরিষ্কার করি। এই প্রকল্প থেকে পুরো ইনস্টিটিউট যেমন উপকৃত হয়েছে সেই সাথে আশপাশের মানুষ উপকৃত হয়েছে।
আমাদের উচিত আমাদের চারপাশ পরিষ্কার রাখা, তবেই আমরা সুস্থ্য থাকতে পারব।