Profile picture for user nazmus sakib
Bangladesh

পরিচ্ছন্নতাই আমাদের শক্তি

আমাদের চারপাশে যা কিছু আছে, তাই নিয়েই আমাদের পরিবেশ। এই পরিবেশকে বাসযোগ্য রাখতে হলে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। এরই লক্ষ্যে আমাদের ক্যাম্পাস, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর আশাপাশে পরিচ্ছন্ন রাখতে আমরা এই প্রকল্প গ্রহণ করি।
আমরা ১৩ জন রোভার, আমাদের স্যারের নেতৃত্বে এই প্রকল্প শুরু করি। আমরা ক্যাম্পাসের আশে পাশের ময়লা আবর্জনা, ভাঙা জিনিস একত্র করি, এবং তা নির্দিষ্ট স্থানে ফেলে দেই। এছাড়াও যেসকল স্থানে পানি জমে থাকতে পারে, এডিস মশা জন্মাতে পারে, এমন জায়গাগুলো নষ্ট করে ফেলি।
পরিচ্ছন্নতা আমাদের শক্তি। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমরা অসুস্থ হয়ে যাবো। এই প্রকল্পে আমরা শুধু ক্যাম্পাস পরিচ্ছন্ন করেই থেমে যাই নি, একই সাথে মানুষকে এই বিষয়ে আরও সচেতন করে তুলেছি।
Started Ended
Number of participants
1
Service hours
4
Beneficiaries
200
Topics
Clean Energy
Health lifestyles
Nature and Biodiversity

Share via

Share