পরিচ্ছন্ন কার্যক্রম ২০২৩
সম্ভাবনার তারুণ্যবান্ধব দেশ গড়ে উঠুক পরিচ্ছন্ন মানসিকতায়" এই হোক একজন আদর্শ স্কাউট অঙ্গীকার। আমরা ঈগলস ওপেন স্কাউট গ্রুপ ৫ জন্য সদস্য ঢাকা মহাখালী জনস্বাস্থ্য ইনস্ট্রিটেড আশোশ পরিচ্ছন্ন ও আশপাশের মানুষের কাছে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়
ফেলবো না আর আজ থেকে ময়লা যত্রতত্র,
তবেই পরিচ্ছন্ন বাংলাদেশ পাবে আগামী প্রজন্ম। ৮ সেপ্টেম্বর ২০২৩ সালে নিজ উদ্যোগে আমার ইউনিট ঈগলস ওপেন স্কাউট গ্রুপ ৫ জন্য সদস্য মিলে ঢাকা মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটেড সামনে পরিচ্ছন্ন কার্যক্রম করি তাছাও আমরা পাশেপাশে মানুষ পরিচ্ছন্নতা বার্তা দেয় এবং যেখানে সেখানে যেন ময়লা না ফেলে সেই বিষয়ে সচেতন করি
এই প্রকল্পের মাধ্যমে, আমি পরিচ্ছন্নতা বিষয় সচেতন হতে পেরেছি । যেখানে সেখানে ময়লা না ফেলার অভ্যাস পরিত্যাগ করেছি। ফেলবো না আর আজ থেকে ময়লা যত্রতত্র,
তবেই পরিচ্ছন্ন বাংলাদেশ পাবে আগামী প্রজন্ম।