পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি

বৈশ্বিক পরিস্থিতিতে অক্সিজেনের স্বল্পতা এবং কার্ব ডাই অক্সাইডের পরিমান বৃদ্ধির জন্য সরকার কতৃক গৃহীত স্লোগান গাছ লাগাই পরিবেশ বাছাই থেকে অনুপ্রানিত হয়েছি।
আমরা আমাদের প্রকল্পটি আমাদের কলেজ মাঠ প্রাঙ্গন এ আমরা উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি । আমরা প্রায় ২৫ টির মত চার গাছ লাগিয়েছিলাম।।। চারা গাছগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফলের গাছ ছিল। যেমন= আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি।
এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা তাদের কে যে শিক্ষা দিচ্ছি তা হলো বর্তমানে বন জঙ্গল উজার করে কাটা হচ্ছে যার ফলে পরিবেশ এর অনেক ক্ষতি হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে যা আমাদের জন্য হুমকি সরূপ। আমাদের এই পরিবেশ ও জলবায়ু রক্ষায় কাজ করতে হবে। যার জন্য আমাদের উচিত অধিক হারে বৃক্ষ রোপন করা। তাই আমরা তাদের কে বলি পরিবেশ রক্ষায় আমরা বেশি বেশি করে বৃক্ষ রোপন করব। তাহলে আমাদের জলবায়ু ও পরিবেশ অনুকূলে থাকবে।এবং একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারব সকলকে।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Youth Engagement
Youth Programme

Share via

Share