Profile picture for user adrita003898@gmail.com
Bangladesh

নিরাপদ সড়ক ,নিরাপদ জীবন

এই প্রকল্প শুরু করার মূল অনুপ্রেরণা হলো আমাদের শহরের সড়ক ও ট্রাফিক পরিস্থিতিকে নিরাপদ ও স্বচ্ছন্দময় করা। আমরা লক্ষ্য করেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা, যানজট ও অনিয়ম সৃষ্টি হয়, যা মানুষের জীবন ও সময়কে ক্ষতিগ্রস্ত করে। তাই আমাদের উদ্দেশ্য হলো ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা।
আমরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পর্যবেক্ষণ করে স্বেচ্ছাসেবক দল নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছি। সাইনবোর্ড, লাইন মার্কিং ও সিগন্যাল ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে এবং পথচারী ও চালকদের নিরাপদ চলাচলের জন্য সচেতনতা তৈরি করা হয়েছে।
আমরা শিখেছি দলগত কাজ কত গুরুত্বপূর্ণ।একসাথে কাজ করলে বড় লক্ষ্য সহজে অর্জন করা যায়।সঠিক পরিকল্পনা ছাড়া কার্যক্রম সফল হয় না।তাই পরিকল্পনা সৃষ্টি করলে মানুষ নিয়ম মেনে চলে।ট্রাফিক সচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ।ধারাবাহিক উদ্যোগ কার্যক্রমকে টেকসই করে।একদিনের প্রচেষ্টা নয়, ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।সব মিলিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায়।তাই দল, পরিকল্পনা, সচেতনতা ও ধারাবাহিকতা অপরিহার্য।
Started Ended
Number of participants
15
Service hours
42
Beneficiaries
600
Topics
Civic engagement
Good Governance
Youth Engagement
SDGS

Share via

Share