নিরাপদ পানি ও পুষ্টি সেলাইন বিতরণ
তীব্র রৌদ্র ও গরমের মধ্যে নিরাপদ পানির বিকল্প নেই। এই তীব্র গরমে মধ্যে আমাদের প্রতি দিন কমপক্ষে ৮ লিটার পানি পান করা উচিত। নিরাপদ পানি অভাবে শরিলে নানা রকম রোগ জীবানু আক্রমণ করতে পারে। এর থেকে বেচে থাকার জন্য আমাদের নিরাপদ পানি পান করা উচিত
তীব্র রৌদ্র ও গরমের মধ্যে নিরাপদ পানি পান করা উচিত। বিশেষ করে যারা শারিরিক শ্রম বেশি করে তাদের। বিভিন্ন শ্রমিক ও লেভারদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই লক্ষে চট্টগ্রাম অক্সিজেন মোড়ে অনির্বাণ মুক্ত স্কাউট গ্রপের স্কাউটরা
নিরাপদ পানি ও পুষ্টি সেলাইন বিতরণ করেন।
নিরাপদ পানি সকলের অধিকার। শারীরিক ভাবে সুস্থ থাকতে নিরাপদ পানির বিকল্প নেই। অতিরিক্ত গরমে, মানুষ যখন হাসফাস করছে, বেহাল দশায় তাদের শারীরিক অবস্থার অবনতি এসময় তাদের পাশে দাঁড়াতে পেরে, তাদের সেবা প্রদান করতে পেরে নিজেকে একজন সেচ্ছাসেবক হিসেবে গর্বিত মনে করি।