Bangladesh

নিজ প্রতিষ্ঠানে আগাছা নিধন কর্মসূচি

অপ্রয়োজনীয় জিনিস,ঝাড় জঙ্গল , আগাছা আমাদের সুন্দর বিনষ্ট করে, পাশাপাশি বিভিন্ন পোকামাকড়,এর উপদ্রব ঘটায়।তাই পরিবেশকে সুন্দর রাখতে আমাদের আগাছা নিধন করতে হবে।

আমারা আমাদের আর এস এল মহোদয় এর অনুমতি ক্রমে উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করেছিলাম আমাদের ইনস্টিটিউট প্রাঙ্গনে। আমরা প্রত্যেকে উপদল ভিত্তিক ভাগ হই এবং অপ্রয়োজনীয় ঘাস, আগাছা নিধন করি। আশেপাশের ঝাড়, জঙ্গল পরিষ্কার করি এবং সারাদিন ব্যাপি এই কর্মসূচি চালাই

আগাছা নিধন এর মাধ্যমে বিভিন্ন ধরনের পোকা মাকড়,সাপ এর উপদ্রব কমে যায়। এছাড়া পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় যার ফলে পরিবেশ দেখতে সুন্দর লাগে।

Started Ended
Number of participants
25
Service hours
18
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Diversity and inclusion
Humanitarian action
Peacebuilding
Initiatives
Peace and Community Engagement

Share via

Share