কুরবানি পরবর্তি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
কুরবানির ঈদের সময় পশুর রক্ত বা আবর্জনায় আমাদের চারিপাশ অপরিষ্কার হয়ে যায়। এতে আমরাই নানা রকম সমস্যার সম্মুখীন হই। এ থেকে রক্ষার জন্য আমরা সচেতনতা মুওল্ক কর্মসুচি গ্রহন করি।
আমি ও আমার ইউনিটের রোভারেরা মিলে, মানুষের কাছে গিয়ে , কুরবানি পরবর্তি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তুলে সচেতন করি। তাদের করনীয় দিক গুলো তালিকা আকারে প্রকাশ করে এবং লিফলেট আকারে জনসাধারণের নিকট পৌছে দেই। এতে সকলেই সচেতন হয় এবং যারা এই বিষয়ে জানতেন না, তারা জানতে পেরে আনন্দিত হন।
আমি সহ ১০জন রোভার এলাকার প্রায় ১০০ জনকে এই বার্তা পৌঁছে দিয়ে সক্ষম হই। এতে করে আমাদের চারপাশের পরিবেশ হয়ে উঠে দূষণ মুক্ত।
আমরা সচেতন থাকলে, আমাদের চারপাশ, আমাদের দেশ, আমাদের পৃথিবী থাকবে সুন্দর ও স্বাস্থ্যকর। আমরাই পারব আমাদের ভাল রাখতে। এজন্যেই প্রয়োজন সচেতনতা।